Site icon Jamuna Television

সম্পর্ক ঠিক করতে সৌদি যাচ্ছেন এরদোগান

ছবি: সংগৃহীত।

উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসাবে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আগামী ফেব্রুয়ারিতে এই সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট।

এক দশকের নানা টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক ঠিক করার উদ্যোগ নিচ্ছে দেশ দুটি। ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।

এর আগে, ২০২১ সালের এপ্রিল ও মে মাসে সৌদি বাদশা সালমানের সাথে দুই দেশের সম্পর্ক নিয়ে বৈঠক করেন এরদোগান। তার একমাস পর তুর্কি প্রেসিডেন্ট উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করেন।

আরও পড়ুন: ট্রাম্পের বিচার না হলে ইরান প্রতিশোধ নেবে: রইসি

জেডআই/

Exit mobile version