Site icon Jamuna Television

১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। এর আগে ৪৫৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

মাউন্ট মঙ্গানুইয়ে আগের দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে আরও ৪৪ রান যোগ হলে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৪৭ রান করে টিম সাউদির শিকারে পরিণত হন তিনি। আর তাতেই টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মিরাজ।

বেশি সময় স্থায়ী হতে পারেননি আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার ইয়াসির রাব্বী। ২৬ রান করে কাইল জেমিসনে কাটা পড়েন তিনি। সব মিলিয়ে
মাত্র ১৩ রানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। ৪৫৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস।

ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৪ উইকেট। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দ্রুতই সাজঘরে ফেরেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।

ইউএইচ/

Exit mobile version