Site icon Jamuna Television

৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতলো উলভারহ্যাম্পটন

ছবি: সংগৃহীত

৪১ বছর পর ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে পরাজয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

১৯৮০ সালে সবশেষ এই মাঠে লিগ ম্যাচ জিতেছিল উলভস। এবার দাপট দেখিয়ে আরও একবার জয়ের দেখা পেলো দলটি। ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে পরাজয়ের তিক্ত স্বাদ সিআরসেভেনের।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে প্রথম হার দেখলেন কোচ রাংনিক। প্রথম ২০ মিনিটে তিনটি জোরালো আক্রমণ তৈরি করে উলভস। তবে গোলরক্ষক ডি গিয়ায় স্বস্তি স্বাগতিক শিবিরে।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে শেষ ষোলোতে পিএসজি
৬৮ মিনিটে অফসাইডে বাতিল হয় রোনালদোর করা গোল। ৮২ মিনিটে মৌতিনিয়োর গোলে জয়ের উচ্ছ্বাস উলভসের। এই পরাজয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান রেড ডেভিলসের।

ইউএইচ/

Exit mobile version