Site icon Jamuna Television

ভারতে ৭ দিনে করোনা সংক্রমণ বৃদ্ধি ৪৩১ শতাংশ!

ছবি: সংগৃহীত

ভারতে দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সাত দিনে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ২৮ ডিসেম্বরের পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮ জন। সাত দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০ জনে। অর্থাৎ দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ।

করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এক দিনে মোট ৬ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন।

ওমিক্রনে আক্রান্তের দিক দিয়েও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১০ জনে। এরপরেই রয়েছে দিল্লি। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১।
আরও পড়ুন: ভারতে বন্ধ হলো মুসলিম নারীদের নিলামে তোলা অ্যাপ
ইউএইচ/

Exit mobile version