Site icon Jamuna Television

মালয়েশিয়ায় গাড়ির ইঞ্জিন চালু, ভেতরে সাংবাদিকের লাশ

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় আলোর সেতারে একটি শপিং মলের সামনে পার্ক করা গাড়িতে একজন সাংবাদিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির জাতীয় দৈনিক দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এমন খবর নিশ্চিত করা হয়েছে।

কোটা সেতার জেলা পুলিশের প্রধান এসিপি আহমেদ শুকরি মাত আখির জানিয়েছেন, সাংবাদিক এনজি বুন ইংয়ের (৪৪) মৃতদেহ যে গাড়িটি থেকে পাওয়া গেছে সেটির ইঞ্জিন চালু ছিল। মালয়েশিয়ান ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম (৯৯৯) থেকে ভোর চারটার দিকে একটি ফোন পেয়ে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে কোনো অপরাধ কার্যক্রমের সংশ্লিষ্টতা নেই বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, পোস্টমর্টেম করার আগে মরদেহে কোভিড ১৯ স্ক্রিনিংয়ের জন্য সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version