Site icon Jamuna Television

নেত্রকোণার কলমাকান্দায় শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

সাড়ে তিন বছর বয়সী শিশু ফয়জুল আলম নাঈমকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নাঈমের বাবা মো. খুরশেদ আলমতালুকদার, শেখ মতিউর রহমান, জয়নাল আবেদীন আজিজুর রহমানসহ এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ ডিসেম্বর আসামিরা শিশু নাঈমকে পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দেয়। ঘটনার মামলা হলেও কাউকে গ্রেফতার করছে না পুলিশ। অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।

আরও পড়ুন- শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এনবি/

Exit mobile version