Site icon Jamuna Television

আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

ওমিক্রন অনেক বেশি সংক্রামক। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তবে আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না। আজ (৪ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহখানেক ধরে আক্রান্ত বাড়ছে। যেভাবে বাড়ছে সেটা আশঙ্কাজনক। গণপরিবহণে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যাত্রী অর্ধেক নেয়ার প্রস্তাব করা হয়েছে। মাস্ক ছাড়া রেস্টুরেন্টে যাওয়া যাবে না। আর এই নির্দেশনা না মানলে ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষকেই জরিমানা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন কার্ড দিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। স্কুলগুলো স্বাস্থ্যবিধি মনে চলবে। যদি সংক্রমণ অনেক বেড়ে যায়, তাহলে লকডাউনের পরিকল্পনা আছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে বিধিনিষেধ কার্যকরের নির্দেশনা দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যসেবা এখনও আছে। পিকনিক, ওয়াজ মাহফিল সর্বত্র স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বইয়ের ‘অবান্তর ও ভুল’ তথ্য নিয়ে রনোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Exit mobile version