Site icon Jamuna Television

ডায়াবেটিসে হার্ট অ্যাটাকে মৃত্যু রুখে দেয়ার মতো ওষুধের খোঁজ মিললো

দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের হৃদরোগে মৃত্যুর আশঙ্কা কমানোর সম্ভাবনা দেখা গেছে। রক্তে বাড়তি শর্করার মাত্রা দ্রুত কমাতে পারে এমন একটি ওষুধের খোঁজ মিলেছে। এ বিষয়ে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জার্নাল অব আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

গবেষণাপত্রে বলা হয়, অনেক দিন ধরে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত, তাদের বেশির ভাগেরই হার্ট অ্যাটাক হয়। তারা বেশির ভাগ ক্ষেত্রেই আক্রান্ত হন নানা ধরনের জটিল হৃদরোগে। কারণ, ধমনীতে রক্ত জমাট বেঁধে যায়।

এ গবেষণায় ওঠে এসেছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ওষুধ ‘ড্যাপাগ্লিফ্লোজিন’ দেয়া হলে তা টাইপ টু ডায়াবেটিসে রোগীর হার্ট অ্যাটাকসহ নানা ধরনের জটিল হৃদরোগের আশঙ্কা ও মৃত্যু কমাতে পারছে।

মনাশ বিশ্ববিদ্যালয় ও বেকার হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। পরীক্ষাটি পুরোপুরি চালানো হয়েছে গবেষণাগারে। এখনও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি।

এমএন/

Exit mobile version