Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বিশ্বরেকর্ড, একদিনে ১০ লাখের বেশি করোনা শনাক্ত

প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো দেশে এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।

সোমবার ১০ লাখ ৮৩ হাজার ৬৪৮ জনের করোনা শনাক্ত হয় দেশটিতে। চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল।

এর আগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।

সূত্র: টাইম ম্যাগাজিন।

আরও পড়ুন- করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী

এনবি/

Exit mobile version