Site icon Jamuna Television

জুনের মধ্যে ট্রান্সফার স্টেশনের কাজ শেষ হবে: মেয়র তাপস

ছবি: সংগৃহীত

জুনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলে নুর তাপস। এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক রূপ পাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীর মানিক নগরে ৫০তম সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

মেয়র জানান, ঢাকায় আর উন্মুক্ত বর্জ্য থাকবে না। এখন থেকে ঢাকাবাসী উন্মুক্ত বর্জ্য থেকে মুক্তি পাবে বলেও আশা করেন মেয়র তাপস। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আনার জন্য আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version