Site icon Jamuna Television

অভিযান ১০ লঞ্চ তৈরিতে সমস্যা ছিল: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

অভিযান ১০ লঞ্চ তৈরিতে সমস্যা ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের জন্য মালিক, মাস্টার ও সার্ভেয়ারকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে লঞ্চে আগুনের ঘটনায় তদন্ত নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অভিযান ১০ লঞ্চের ইনস্যুরেন্স ছিল না উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুনের আগে লঞ্চের ইঞ্জিন পরিবর্তন করা হলেও ডক ইয়ার্ড তৈরির সময় সমস্যা ছিল। তবে যাদের গাফিলতিতে হতাহতের ঘটনা, তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ছাত্রলীগ কর্মীদের বিবাদ মেটাতে গিয়ে আহত জয়-লেখক
ইউএইচ/

Exit mobile version