Site icon Jamuna Television

চলতি বছরেই বিয়ে করছেন ফারহান-শিবানী?

ফারহান-শিবানী। ছবি: সংগৃহীত।

২০২২ এ আবার সানাইয়ের সুর বাজবে বলিউডে। বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। প্রেমিকা শিবানী ডান্ডেকারের সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন এই নায়ক।

আনন্দবাজার পত্রিকার খবর, মার্চ মাসেই বিয়ে সারবেন তারা। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় খুব কম সংখ্যক অতিথি নিয়ে আয়োজন সারবেন তারা। নিমন্ত্রিত থাকবেন শুধু আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজে উঠবেন বর-কনে।

প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। কয়েক বছর ধরে এক সঙ্গে থাকছেন তারা। এ বার নতুন সংসার শুরুর পালা। কিন্তু করোনার কারণে বিয়ে পিছিয়ে দিতে রাজি নন তারা। বরং সব সাবধানতা মেনেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন ফারহান-শিবানী।

 

আরও পড়ুন- সস্ত্রীক করোনা আক্রান্ত প্রেম চোপড়া, ভর্তি হাসপাতালে

এনবি/

Exit mobile version