Site icon Jamuna Television

বার্সায় যোগ দিয়েই করোনা পজেটিভ তোরেস, পেদ্রিও আক্রান্ত

ছবি: সংগৃহীত

করোনার আঘাতে বিপর্যস্ত লা লিগার জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এবার এই মিছিলে যুক্ত হলেন ম্যানচেস্টার সিটি থেকে সদ্যই ক্যাটালান ক্লাবটিতে যোগ দেয়া ফেরান তোরেস। তার সাথে বার্সা মিডফিল্ডার পেদ্রিও হয়েছেন করোনা আক্রান্ত।

বার্সেলোনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার (৫ জানুয়ারি) কোপা দেল রে’র রাউন্ড অব থার্টি টু’র ম্যাচের আগে কোভিড-১৯ টেস্ট করাতেই ফেরান তোরেস ও পেদ্রির করোনা শনাক্ত হওয়ার খবরটি পাওয়া যায়। ন্যু ক্যাম্পে সমর্থকদের সামনে ফেরান তোরেসকে বার্সার খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়ার দিনেই এই দুঃসংবাদটি জানালো ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লাল কার্ড থেকে প্রেমে জড়ালেন ফুটবলার ও রেফারি

বার্সেলোনা জানিয়েছে, এই দুই ফুটবলারের শরীরে রয়েছে কোভিডের মৃদু লক্ষণ। তাই সুস্থ হতে দুই জনই এখন রয়েছেন আইসোলেশনে। সাড়ে ৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লেখান তোরেস। ২১ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারকে দলে নিতে ক্যাটালান ক্লাবটিকে খরচ করতে হয়েছে ৫৫ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন: ৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতলো উলভারহ্যাম্পটন

Exit mobile version