Site icon Jamuna Television

দ্বিতীয়বার করোনা আক্রান্ত কবি শ্রীজাত

ছবি: সংগৃহীত

ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও আবারও করোনা আক্রান্ত হলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন এ খবর।

ফেসবুকে একটি পোস্টে করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়ে শ্রীজাত লেখেন, দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার করোনার দু’টি টিকা’র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই অবস্থান করছি। যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন। সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই কয়দিন বিশেষ ফোনালাপ করতে পারছি না, সে-জন্য ক্ষমাপ্রার্থী।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সিনেমা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রিপোর্ট পজেটিভ এসেছে পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়েরও। তারাও হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

Exit mobile version