Site icon Jamuna Television

শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রতীকি ছবি

এসএসসিতে প্রশ্নফাঁসের তিক্ত অভিজ্ঞতার মধ্যে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিছুক্ষণ আগে বাংলা ১ম পত্র পরীক্ষা শেষ হয়েছে।

প্রশ্নফাস রোধে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশের বাধ্যবাধকতা করেছে শিক্ষা প্রশাসন। সকালে শিক্ষামন্ত্রী সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় বলেন, এই কেন্দ্রের সবাই ২৫ মিনিট আগেই হলে ঢুকেছে।

প্রত্যেক কেন্দ্রে আলাদা প্রশ্ন পাঠানোর কথা জানান তিনি।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢোকা এবং ২শ’ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা আয়োজনে সর্বোচ্চ চেষ্টার দাবি করে মন্ত্রী এ ব্যাপারে অভিভাবকদেরও সহায়তা চান। বলেন, কোচিং সেন্টার বন্ধে নিয়মিত মনটরিং কমিটি কাজ করছে। নতুন পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

Exit mobile version