Site icon Jamuna Television

যুক্তরাজ্যে এক বছরে রেকর্ড ২৮ হাজার অভিবাসন প্রত্যাশীর প্রবেশ

ছবি: সংগৃহীত

ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্যে অভিবাসন প্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছে। ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিএ।

সরকারি তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার (৪ জানুয়ারি) এ কথা জানায় সংস্থাটি।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ। আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। কেবলমাত্র ১১ নভেম্বর, একদিনে পাড়ি দিয়েছে এক হাজার ১৮৫ জন, যা এ যাবতকালের রেকর্ড।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এ নিয়ে ফ্রান্সের সাথেও ব্রিটেনের টানাপড়েন চলছে।

Exit mobile version