Site icon Jamuna Television

শার্দুলের বিধ্বংসী বোলিংয়ে আড়াইশো পার করতে পারলো না দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে বল হাতে চমক দেখিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। একাই ৭ উইকেট নিয়ে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২২৯ রানের বেশি তুলতে দেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। ফলে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের লিড নিয়েছে সফরকারিরা। ব্যাট হাতে চেতেশ্বর পূজারা ৩৫ ও আজিঙ্কা রাহানে ১১ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনে ভারতকে ২০২ রানে অল আউট করে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৫ রান নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারতের নিয়িন্ত্রত বোলিংয়ে চেনা কন্ডিশনে বড় স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শার্দুল ঠাকুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়েদের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি আসে কিগান পিটারসেনের ব্যাট থেকে। এছাড়া টেম্বা বাভুমা করেন ৫১ রান।

ভারতের হয়ে শার্দুল ঠাকুর ৭ উইকেট নেন। এছাড়া দুই উইকেট পান ফর্মে থাকা পেসার মোহাম্মদ শামি। বাকি উইকেটটি পান জাসপ্রিত বুমরাহ। এদিকে, প্রথম টেস্ট জিতে সিরিজে এই মুহূর্তে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।

জেডআই/

Exit mobile version