Site icon Jamuna Television

বছরের শুরুতেই ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। বুধবার সকালেই এ তথ্য জানায় দুই প্রতিবেশী রাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া।

প্রথমবার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে জাপান কোস্টগার্ড। সেসময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা যায়নি। নতুন বছরের প্রথমেই এ আগ্রাসনকে ক্ষমার অযোগ্য আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দাবি, সকাল ৮টা ১০ মিনিটের দিকে পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উন প্রশাসন। তাতে নতুনত্ব ছিল- এমনটা দাবি প্রতিবেশী রাষ্ট্রের। তবে এখনও মিসাইলটির গঠন-কাঠামো এবং শক্তিমত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। চলছে পর্যবেক্ষণ।
আরও পড়ুন: বিশ্বজুড়ে দিনে রেকর্ড ২১ লাখের বেশি করোনা শনাক্ত
এদিকে করোনা মহামারি মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জরুরি বৈঠকের একদিন পরই নতুন ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং।

ইউএইচ/

Exit mobile version