Site icon Jamuna Television

টাইগারদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাইল ছবি।

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন জয়কে দেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশে-বিদেশের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে এমন জয়কে সেরা বলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানও রোমাঞ্চিত এই জয়ে। অসাধারণ এই পারফরমেন্সে পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। জয়ের পর ড্রেসিংরুম থেকে ছবি শেয়ার করেছেন মুশফিকুর রহিমও।

এছাড়া দেশের বাইরে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যমুনা টিভিকে জানিয়েছেন নিজের অভিব্যক্তি। বলেছেন, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো, যখন তারা মাত্রই টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেটা অবশ্যই বিশাল ব্যাপার। আর সেটাও এসেছে সাকিব-তামিমদের মতো ক্রিকেটারদের ছাড়াই। বাংলাদেশের ক্রিকেটে এটা সবচেয়ে বড় জয়।

আরও পড়ুন: এমন ভোর আর আসেনি বাংলাদেশের ক্রিকেটে

Exit mobile version