Site icon Jamuna Television

ট্রাকের সাথে সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত, দিনাজপুর-পঞ্চগড় রেল যোগাযোগ বন্ধ

লাইনচ্যুত ট্রেনের ৫টি বগি।

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি বিকল ট্রাককে ধাক্কা দিয়ে আন্তঃনগর ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের চালক। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর স্টেশন মাস্টার জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহার চলাচল করে দোলনচাঁপা এক্সপ্রেস। বুধবার (৫ জানুয়ারি) ট্রেনটির সপ্তাহিক ছুটির দিন। তাই ভোরে দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওয়ানা হয়।

পথে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মন্মথপুরে একটি লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া ট্রাককে ধাক্কা দেয় দোলনচাঁপা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

এসজেড/

Exit mobile version