Site icon Jamuna Television

পরীমণির বিচার শুরু

ছবি: সংগৃহীত

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

বুধবার (৫ জানুয়ারি) সকালে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেয়া হয়। সেই সাথে বাড়ানো হয়েছে তাদের জামিনের মেয়াদ। আগামী ১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

শুনানিতে পরীমণির আইনজীবী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী যে মাদক উদ্ধারের কথা বলছে, সেগুলো পরীমণির বাসা থেকে উদ্ধার করা হয়নি। জব্দ তালিকা তৈরিতে ত্রুটি আছে।

২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। নিয়ে যায় সদর দফতরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমণিকে। এরপর র‌্যাব বাদী হয়ে মামলা করে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

ইউএইচ/

Exit mobile version