Site icon Jamuna Television

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তাঁতীরা

প্রতিযোগিতায় টিকতে না পেরে অব্যাহত লোকসানে দুর্দিন নেমে এসেছে লালমনিরহাটের কালিগঞ্জের তাঁতী পরিবারে। অনেকে ছেড়েছেন পেশা। কাজের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। তাঁতীরা বলছেন, মূলধন যোগান ও পণ্য বিপনণের ব্যবস্থা করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে এই শিল্প। এতে ঐহিত্য ধরে রাখার পাশাপাশি বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কাকিনা গ্রামে ৩ শতাধিক তাঁতী ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমেছে ষাটে। খুড়িয়ে খুড়িয়ে কিছু চরকা চললেও বেশির ভাগই বন্ধ। বাজারে সুতা-রংসহ সংশ্লিষ্ট পণ্যের মূল্য বৃদ্ধির কারণে, প্রতিযোগিতায় টিকে থাকাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রচার বাড়নো হলে এই শিল্প তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করছেন পাইকারি ও খুচরা ক্রেতারা।

শিল্পটিকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। কাকিনার তাঁত শিল্পের মন্দা ঠেকাতে মূলধন সহায়তা প্রশিক্ষণ ও বাজারজাত করণের সুবিধার দাবি জানিয়েছেন তাঁতী পরিবারগুলো।

এসজেড/

Exit mobile version