Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে আইসিসির তালিকায় ভারতের পরেই অবস্থান করছে টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে জয় তুলে নেয় মুমিনুল-এবাদতরা। নিজেদের ডেরায় টানা ১৭ ম্যাচে অপ্রতিরোধ্য কিউইদের থামতে হয়েছে বাংলাদেশের সামনে। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট পেয়েছে টাইগাররা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ‘১১০ পার্সেন্ট দিয়েই নিউজিল্যান্ডের মাটিতে জিতেছে বাংলাদেশ’

তিন ম্যাচ জিতে পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। র‍্যাঙ্কিংয়ে এরপরেই রয়েছে শ্রীলংঙ্কা, দুই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লঙ্কানরা। ৪ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে পাকিস্তান। ৪ জয় ও ২ ড্র’তে ৫৩ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান চার।

আরও পড়ুন: টাইগারদের জয়ে তছনছ রেকর্ডের পাতা

Exit mobile version