Site icon Jamuna Television

ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

ছবি: সংগৃহীত

ফের কোভিডে আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছেন। অনুগামীদের কোভিডবিধি মেনে চলার জন্য টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি। তবে এক সঙ্গে নয়। রাজ চক্রবর্তী প্রথম বার কোভিডে আক্রান্ত হন ২০২০ সালের আগস্ট মাসে। ২০২০ সালের ১৭ আগস্ট টুইট করে সেই খবর জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী। ২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী।


ইউএইচ/

Exit mobile version