Site icon Jamuna Television

সাভারে অটিজম কমপ্লেক্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

অটিস্টিক শিশুরাও স্বাবলম্বী এবং মূলধারায় আসতে পারে; প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময়, অটিজমের লক্ষণ দেখা দিলে লুকিয়ে না রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থার নেয়ার পরামর্শ দেন তিনি। বলেন, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে।

সাভারে অটিজম কমপ্লেক্স গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক এলাকায় অটিস্টিক শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। অটিস্টিক শিশুদের উন্নয়নের সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version