Site icon Jamuna Television

লন্ডন থেকে ছুটি কাটাতে এসে করোনায় আক্রান্ত সৌরভ কন্যা

ছবি: সংগৃহীত।

করোনার পজেটিভ রিপোর্ট এসেছে সৌরভ কন্যা সানা গাঙ্গুলি। গলা খুসখুস ছাড়া সানার কোনও উপসর্গ নেই। ছুটি কাটাতে লন্ডন থেকে কলকাতায় এসেছিলেন তিনি। এখন আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনেই আছেন। তবে পুরোপুরি সুস্থ আছেন সৌরভের স্ত্রী ডোনা। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে, সৌরভ কোভিডে আক্রান্ত হওয়ার সময় ডোনা এবং সানার কোভিড পরীক্ষা করানো হয়েছিল। তখন দু’জনেই নেগেটিভ ছিলেন। জানা গেছে, ডোনা এখনও কোভিড নেগেটিভ। কিন্তু মৃদু উপসর্গ-সহ সানার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এরপর আবার পরীক্ষা করানো হয়েছে তার, এবারের রিপোর্ট নেগেটিভ।

ইতিমধ্যে সৌরভের বাড়িতে আরও তিনজনের করোনা ধরা পড়েছে। সানাকে তাদের থেকেও দূরে রাখা হয়েছে। সানা আপাতত লন্ডনে পড়াশোনা করেন। শীতের ছুটিতে তিনি কলকাতায় আসেন সম্প্রতি। ছুটি কাটিয়ে আবার তার লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এসজেড/

Exit mobile version