Site icon Jamuna Television

জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য ও ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ শিক্ষার্থীদের পক্ষে ৬টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা, আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ প্রশাসন বহন করা, ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলে শৃঙ্খলা আনা, বহিরাগতদের গাড়ি ক্যাম্পাসের বাইরে পার্কিং এর ব্যবস্থা করা, ঘাতক গাড়ি চালককে আটক করে শাস্তির আওতায় আনা ও ক্যাম্পাসের রাস্তাগুলোতে গতিরোধক স্পিডব্রেকার তৈরি করা।

মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে চলাচলে আমাদের রিকশার ওপর নির্ভর করতে হয়। আজ যদি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা থাকতো, পথে গতিরোধক থাকতো তাহলে আমার সহপাঠী হাসপাতালের বিছানায় থাকতো না। এর দায় প্রশাসন এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আশাকরি প্রশাসন এর একটি সুষ্ঠু বিহিত করবে।

বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের জহির ফয়সাল নামের আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রশাসনের গাফিলতির কারণে বহিরাগতরা ক্যাম্পাসে অবাধে অনিরাপদ যানবাহন পরিচালনা করেছে। এতে করে শিক্ষার্থীরা পড়ছে চরম বিপদে। কিছু দিন আগে ৪৬ ব্যাচের এক শিক্ষার্থী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়,আজ ৪৭ ব্যাচের আরেক বোন আহত হয়েছে। এভাবে তো আর চলতে পারে না। প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবিগুলো মেনে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়ে সাভার এনাম মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version