Site icon Jamuna Television

পৃথিবীতে আছড়ে পড়েছে চীনা মহাকাশকেন্দ্র

চীনের অকেজো মহাকাশ কেন্দ্র টিয়ানগং-১ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে। এ ঘটনায় এখনও অবধি কোনো ধরনের ক্ষয়-ক্ষতির কথা জানা যায়নি।

চীনের মহাকাশ সংস্থার বরাত দিয়ে মার্কিন গণ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এর একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে।

আগে থেকেই ইউরোপ ও চীনের মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করছিলেন, মহাকাশ কেন্দ্রটি সোমবার নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

চীনের মহাকাশ বিজ্ঞানীদের আশ্বাস দিয়েছেন, “বৈজ্ঞানিক কল্প কাহিনী নির্ভর সিনেমার মতো বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হবে না।

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছেন, বড়জোর আকাশে উল্কাবৃষ্টির মতো কোনো দৃশ্য দেখা যেতে পারে।”

ইতিমধ্যে নতুন করে মহাকাশ কেন্দ্র তিয়ানগং -২ মহাশূন্যে পাঠিয়েছে চীন। এর নির্মাণ কাজ তিয়ানগং ১ অকেজো হওয়ার পরই শুরু করো হয়েছিল।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version