Site icon Jamuna Television

দ্রুত ভ্যাকসিন নেয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি।

এখনও যারা করোনা ভ্যাকসিন নেননি, তাদের দ্রুত নেয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আবারও আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে মঙ্গলবার (৪ জানুয়ারি) এ আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, মহামারি নিয়ে আমরা সবাই হতাশ। সামনের সপ্তাহগুলো আরও চ্যালেঞ্জিং হবে। কর্মক্ষেত্রে, এমনকি হোয়াইট হাউসেও ভ্যাকসিন গ্রহণকারীদের করোনা আক্রান্ত হতে দেখছি। তবে স্বাস্থ্যঝুঁকি অনেক কম। টিকা না নেয়ার কোনো অজুহাত থাকতে পারে না। বরং না নেয়াদের জন্য মহামারি চলতে থাকবে।

আরও পড়ুন: ভয়াবহ তথ্য প্রকাশ, যুক্তরাষ্ট্রে চার দিনে ৩৯৮ জনের মৃত্যু

মঙ্গলবার বিশ্বজুড়ে মহামারির দু’বছরে দিনে সর্বোচ্চ ২১ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের শরীরের মিলেছে ভাইরাসটি। একদিন আগেই সংখ্যাটি ছিল ১০ লাখের বেশি। এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারান ১৮শ’র বেশি মানুষ।

জেডআই/

Exit mobile version