Site icon Jamuna Television

সৌদিতে দুর্নীতির অভিযোগে ২৩৩ জন গ্রেফতার

প্রতীকী ছবি।

সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দেশটির ২৩৩ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে। খবর সৌদি গেজেটের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) নাজাহা জানায়, অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনের সময় ৬৪১ জন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হয় এবং তাদের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রতিরক্ষা, অভ্যন্তরীণ, জাতীয় সুরক্ষা, স্বাস্থ্য, বিচার, পৌর, গ্রামীণ বিষয়ক ও আবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছে।

নাজাহা সকল দেশের প্রবাসী এবং সৌদি নাগরিকদের কাছে জনগণের অর্থ রক্ষা এবং অপচয় থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের নির্ধারিত যোগাযোগের মাধ্যম গুলোর সাথে যোগাযোগ করে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির সাথে জড়িত যে কোনো সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছে।

Exit mobile version