Site icon Jamuna Television

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন করোনা পজেটিভ দুই যাত্রী

বেনাপোল প্রতিনিধি:

ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজেটিভ নিয়ে দেশে ফিরেছেন হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০) নামে দুই বাংলাদেশী যাত্রী।

আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় ভারত থেকে বেনাপোল চেকপোস্টে আসলে পরীক্ষা-নিরীক্ষায় তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। তবে, তাদের সাথে থাকা কামাল হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা পজেটিভ দুজন হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হাবিবুর রহমান ও একই জেলার হাবিবুল্লাহ সোহান।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের ডাক্তার আশরাফুজ্জামান জানান, পজেটিভ শনাক্ত দুজন ও তাদের সাথে থাকা কামাল হোসেনকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোরে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে তাদের ভর্তি করা হয়। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. রাজু আহমেদ জানান, দুই যাত্রী ভারতে চিকিৎসা শেষে করোনা পজেটিভ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।

জেডআই/

Exit mobile version