Site icon Jamuna Television

‘পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেয়া হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে মাঝেমধ্যেই রক্তপাত হয়। তা বন্ধ করতে পার্বত্য জেলাগুলোতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বেইলি রোড়ের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বুধবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া পার্বত্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই পার্বত্য জেলাগুলোর পুলিশকে আরও শক্তিশালী করা হবে। এর পাশাপাশি পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলো ব্যবহার করে পার্বত্য এলাকায় পুলিশী নিরাপত্তা আরও জোরদার করা হবে। যাতে পার্বত্য অঞ্চলের মানুষ নিরাপদে ব্যবসা করতে পারে, স্বাভাবিক চলাচল করতে পারে।

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে ৮ জানুয়ারি।

এমএন/

Exit mobile version