Site icon Jamuna Television

দিয়াবাড়িতে বন্ধুর হাতে বন্ধু খুন!

প্রতীকী ছবি।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত রাসেলের বন্ধু হৃদয়ের নামে তুরাগ থানায় মামলা করছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পরপরই দিয়াবাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা জানান, সন্ধ্যায় অভিযুক্ত হৃদয়, রাসেলকে তার বাসায় ফোন করে ডেকে আনে। এরপরই বাসার মধ্যে নির্মমভাবে কুপিয়ে রাসেলকে হত্যা করে হৃদয়। এ সময় নিহতের হাত, বুক ও পিঠের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর রুমে তালা লাগিয়ে পালিয়ে যায় খুনি।

আরও পড়ুন: পরীমণির বিচার শুরু

নিহত রাসেল এলাকায় খুবই নম্র ও ভদ্র ছেলে হিসাবে পরিচিত বলেও জানায় স্থানীয়রা। স্থানীয় জানান, হৃদয় মাদক সেবন করতো ও মাদকের ব্যবসা করতো। মাঝে মাঝে মাদক সেবন করে এলাকায় মাতলামি করে বলেও জানান তারা।

Exit mobile version