Site icon Jamuna Television

চাঁদপুরে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতায় চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হাইমচরের। এছাড়া কচুয়ায় একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহতের খবরটি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

কচুয়ার সাচার এলাকায় গুরুতর আহত যুবকের নাম শরীফ হোসেন। তিনি হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে। দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতের শিকার হন শরীফ।

অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বুধবার বিকেল ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মারা যান আরেকজন। তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি পার্শ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জেডআই/

Exit mobile version