Site icon Jamuna Television

ক্ষমতাসীনরা আইন ও জবাদিহিতার বাইরে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

দেশে এখন সাংবিধানিক স্বৈরতন্ত্র চলছে। যে কারণে ক্ষমতাসীনরা এখন আইন ও জবাবদিহিতার বাইরে। এমন অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই অবস্থা পরিবর্তন করে জনগণের ক্ষমতায়নে কাজ করবে জাতীয় পার্টি।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে গাজীপুর মহানগরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের। এ সময় তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের মানুষ গণতন্ত্রের প্রকৃত স্বাদ পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। জি এম কাদের জানান, আগামী নির্বাচন ঘিরে বাস্তবসম্মত ও জনসংশ্লিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে জাপা।

এমএন/

Exit mobile version