Site icon Jamuna Television

করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক নান্নু

ফাইল ছবি।

করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বুধবার (৫ জানুয়ারি) তিনি যমুনা নিউজকে এই তথ্য জানান।

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর গণমাধ্যমের সামনে আসেন নান্নু। সেখানে তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে। 

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।.

আরও পড়ুন: প্রধান নির্বাচক পদেই থাকছেন নান্নু

/এনএএস

Exit mobile version