Site icon Jamuna Television

অন্য ব্যাটসম্যানরা ১০ বার সুযোগ পেলে ওপেনারদের ১৫ বার পাওয়া উচিত: তামিম

ক্রিকেটে ওপেনিং করা অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। অন্য যেকোনো ব্যাটসম্যানকে দশবার সুযোগ দেয়া হলে ওপেনারদের ১৫ বার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের ওপেনার

বুধবার (৫ জানুয়ারি) রাতে মনসুরুল আজিজের উপস্থাপনায় নগদের একটি লাইভ টকশোতে এসে একথা বলেন তামিম ইকবাল।

এসময় নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে নিজে অনুভূতি ব্যক্ত করেন তামিম। তিনি বলেন, নিউজিল্যান্ডকে হারানোটা আমাদের জন্য বিশাল অর্জন। আমাদের টিম পাঁচদিনই ডমিনেট করে জিতেছে। পুরো খেলায় সবারই অবদান আছে। ব্যাটসম্যান-বোলার সবারই জয়ে অবদান আছে। তাসকিন, শরিফুল, এবাদত সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। মিরাজ দারুণ স্পেল করেছে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কৃতিত্ব পাওয়ার দাবিদার দলের অধিনায়ক মুমিনুল হক। সে খুব করে এই ম্যাচ জিততে চেয়েছে।

উইকেট নিয়ে তামিম বলেন, প্রত্যেক দেশই চায় তার ঘরের কন্ডিশন কাজে লাগিয়ে জয় তুলে নিতে। তাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আসলে নিজেদের সুবিধা অনুযায়ী উইকেট আমাদের দরকার। আমরা যখন তাদের দেশে খেলতে যাই তারাও ঘাসের উইকেট তৈরি করে। ঘাসের উইকেট থাকলেই বড় পেসার তৈরি হবে এমন না। তাহলে ওয়াসিম-ওয়াকার বিশ্বসেরা পেসার হতে পারতো না।

জেডআই/

Exit mobile version