Site icon Jamuna Television

বগুড়ায় প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে কিশোর আটক

প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে টাকা কামানোর অভিযোগে বগুড়ায় এক কিশোরকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, সামিউল ইসলাম নামের ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু প্রশ্ন পায়। পরে ফেসবুকে গ্রুপ খুলে সে প্রশ্ন পাওয়া যাচ্ছে বলে প্রচারণা চালায়। এ পন্থায় সে টাকা উপার্জন করছিল বলেও জানায় র‍্যাব। পরে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়।

১৬ বছর বয়সী সামিউল বগুড়ার একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সাথে আদৌ কোন চক্রের যোগাযোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে র‍্যাব।

Exit mobile version