Site icon Jamuna Television

সঙ্গী হারিয়ে বন ছেড়ে বেরিয়ে এলো ময়ূর

ছবি: সংগৃহীত।

বনের মধ্যে ময়ূরের দেখা পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। সচরাচর লোকালয়ে ময়ূরের দেখা পাওয়া যায় না। কিন্তু সেই ময়ূর যদি মানুষের পিছু পিছু হাঁটে তাহলে শুনতে কেমন লাগবে। এবার সেরকম এক ঘটনা ঘটেছে ভারতের একটি গহীন জঙ্গলে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ময়ূর সঙ্গী বিহীন থাকতে পারে না। সঙ্গীর সাথে তার গলায় গলায় মিল। কিন্তু সেই সঙ্গী যখন মারা গেল তখন তার বিরহে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এলো ময়ূর।

আরও পড়ুন: ১০ হাজার মৌমাছি নিয়ে প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় দু’জন লোক একটি মৃত ময়ূরকে নিয়ে যাচ্ছে। তাদের পেছন পেছন মৃত ময়ূরের সঙ্গীটি হাঁটছে। কোনোভাবেই তাকে বনের মধ্যে পাঠানো সম্ভব হচ্ছে না। ভারতের রাজস্থানের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

/এনএএস

Exit mobile version