Site icon Jamuna Television

‘সন্তান না নিয়ে কুকুর-বিড়াল পালন মানবতা হরণ করছে’

ছবি: সংগৃহীত

সন্তান না নিয়ে পোষা প্রাণী পালনের সমালোচনা করলেন পোপ ফ্রান্সিস। এমন প্রবণতা হরণ করছে মানবতা, এমন মন্তব্য করেন পোপ।

বুধবার (৫ জানুয়ারি) নতুন বছরে প্রথমবারের মতো সাধারণ জনতার সামনে কথা বলেন পোপ। সেখানে তিনি আক্ষেপ নিয়ে বলেন, সন্তানের বদলে পরিবারে জায়গা করে নিচ্ছে কুকুর-বিড়াল। এটা এক ধরণের স্বার্থপরতা বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে স্বর্ণের মিষ্টি, প্রতি কেজি ১৮ হাজার টাকা!

পোপ আরও বলেন, পিতৃত্ব ও মাতৃত্ব গ্রহণে অনীহা মানব জাতির ক্ষুদ্রতা তুলে ধরে। দম্পতিদের প্রতি সন্তান গ্রহণে আহ্বান জানান ক্যাথলিক ধর্মগুরু। স্বাস্থ্যগত কারণে সন্তান না হলে, অনাথ শিশু দত্তক নেয়ার আহ্বানও জানান তিনি।

Exit mobile version