
ছবি: সংগৃহীত
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের পর ২য় দিনেও নিজেদের দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান।
আগের দিনের ৩ উইকেটে ১২৬ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করেন স্টিভেন স্মিথ আর ওসমান খোয়াজা। ৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন স্মিথ।
আজ সকালে ৬ রান নিয়ে স্মিথ এবং ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। যদিও স্মিথ ৬৭ রান করে ফিরে যান ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৪১ বল খেলেন তিনি। ১৯৪ বল খেলে ৮৮ রানে ব্যাট করছেন খাজা। ৩টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৬.৫ ওভার। তাতে ডেভিড ওয়ার্নার (৩০), মার্নাস ল্যাবুশেন (২৮) এবং মার্কাস হ্যারিসরা (৩৮) উইকেটে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডের তোপের মুখে সেটা আর সম্ভব হয়নি। দিন শেষ করেছিল তারা ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply