Site icon Jamuna Television

টানা দ্বিতীয় দিন করোনা সংক্রমণের রেকর্ড দেখলো বিশ্ব

ছবি: প্রতীকী

মহামারির দু’বছরে দিনে রেকর্ড সংক্রমণ শনাক্ত দেখলো বিশ্ব। গত বুধবার (৫ জানুয়ারি) ২৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। এর আগের দিনের সংক্রমণের পরিমাণও গড়েছিল রেকর্ড। ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী ২১ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনেই চিহ্নিত হয়েছে ৭ লাখের বেশি সংক্রমণ। মার্কিন মূলুকে এদিন প্রাণ হারিয়েছেন ১৮শ’র বেশি মানুষ। তবে, দৈনিক মোট শনাক্তের অর্ধেকই ইউরোপের বাসিন্দা। মহাদেশটিতে গত বুধবার ১২ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা। যার মাঝে, ফ্রান্সে রেকর্ড ৩ লাখ ৩২ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ‘কিম জং উন, বেজন্মা’ গ্রাফিতি, মূলহোতাকে ধরতে হাতের লেখা সংগ্রহ করছে সরকার

এরপরই রয়েছে ব্রিটেন; সেখানে দু’লাখের কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব। এছাড়া, প্রতিবেশি দু’দেশ ইতালি আর স্পেনেও দেড় লাখের বেশি করোনা শনাক্ত হয় একদিনে। স্বাস্থ্যবিদরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবেই এতোটা দ্রুত ছড়াচ্ছে করোনা।

আরও পড়ুন: ‘সন্তান না নিয়ে কুকুর-বিড়াল পালন মানবতা হরণ করছে’

Exit mobile version