Site icon Jamuna Television

টিকা না নেয়ায় রাতভর মেলবোর্ন বিমানবন্দরে আটক ‘জোকার’

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন যোগ দেয়ার আশা শেষ হয়ে যাচ্ছে নোভাক জকোভিচের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে এবারের আসরে অংশগ্রহণ করতে অস্ট্রেলিয়াতেই ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, তিনি করোনার ভ্যাকসিন নেননি। এতে রাতভর মেলবোর্ন বিমানবন্দরেই অবস্থান করতে হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। খবর রয়টার্সের।

আগামী ১৭ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। করোনা আতঙ্কের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ায়, সব প্রতিযোগীর টিকা নেয়া বাধ্যতামূলক। আয়োজকদের নিয়ম অনুসারে দু’বার টিকা নেয়া ছাড়াও, চিকিৎসকদের ছাড়পত্র দরকার। তবে জকোভিচ এখন পর্যন্ত একটি টিকাও নেননি।

যদিও আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ছাড়পত্র দেয়া হয়েছিল জোকারকে। কিন্তু শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার বিমানবন্দরেই আটকে দেয়া হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে। তিনি বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মেলবোর্নে পৌঁছেছিলেন। তখন তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয়। শেষ পর্যন্ত তার ভিসা বাতিল করে দেয়া হয়েছে।

আরও পড়ুন: অন্য ব্যাটসম্যানরা ১০ বার সুযোগ পেলে ওপেনারদের ১৫ বার পাওয়া উচিত: তামিম

স্কট এর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছেন, মি. জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। নিয়ম নিয়মই। বিশেষ করে যখন আমাদের সীমান্তের কথা আসে। এই নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের কঠোর সীমান্ত নীতির কারণেই করোনায় বিশ্বের যে দেশগুলিতে সবচেয়ে কম মৃত্যুর হার রয়েছে, অস্ট্রেলিয়া তার মধ্যে অন্যতম। আমরা সব সময়েই সতর্কতা অবলম্বন করে যাব।

এদিকে, সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেকস্যান্ডার ভুচিচ নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেন, পুরো সার্বিয়া তোমার পাশে আছে। এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Exit mobile version