Site icon Jamuna Television

নাইজেরিয়ায় কমপক্ষে ১০০ জনকে মুক্তি দিলো সন্ত্রাসী গোষ্ঠী

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় অপহরণের দু’মাস পর কমপক্ষে ১০০ জিম্মিকে মুক্তি দিলো সন্ত্রাসী গোষ্ঠী। বুধবার বন্দিদশা থেকে উদ্ধার পাওয়াদের মধ্যে ছিল ১৯টি নবজাতক। দেশটির জামফারা প্রদেশ থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

জামফারা প্রদেশের নিরাপত্তা বাহিনী প্রধান জানান, মোট ৯৭ জনকে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিধ্বস্ত এসব মানুষদের প্রায় সবাই ভুগছেন অপুষ্টিতে। ধারণা- মুক্তিপণ পাবার জন্যই তাদের বন্দি করা হয়েছিল।

গেলো সপ্তাহেই অপহৃত ২১ স্কুল-শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। গেলো বছর সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন দেড় হাজারের বেশি নাইজেরিয়ান। যাদের বেশিরভাগ কোমলমতি শিক্ষার্থী ও নারীরা। পরে অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version