Site icon Jamuna Television

২৮ বছর পর চেলসির মাঠে টটেনহ্যামের জয়

২৮ বছর পর স্টামফোর্ড ব্রিজে জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার। স্বাগতিক চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে স্পার্স।

যদিও ম্যাচে লিড পেয়েছিলো ব্লুরাই। ৩০ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে থাকলেও এরিকসেনের নৈপুন্যে ১-১’র সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ছিলো ডেলে আলীর ম্যাজিক। একাই দুই গোল করে ১৯৯০ সালের পর প্রথমবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যামকে জয় এনে দেন এই ইংলিশ ফুটবলার।

এরফলে শেষ চারে থেকে লিগ শেষ করা দু:সাধ্য হয়ে উঠেছে চেলসির জন্য। কেননা টেবিলের চার নাম্বারে থাকা টটেনহ্যামের পয়েন্ট পাঁচে থাকা চেলসির চেয়ে ৮ বেশি।

Exit mobile version