Site icon Jamuna Television

দিল্লির চাঁদনি চকে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

দিল্লির ঐতিহ্যবাহী চাঁদনি চক বাজারে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

ছবি: সংগৃহীত

কর্তৃপক্ষ জানায়, রেড ফোর্টের বিপরীতে ভোর পৌনে ৫টার দিকে চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়ে যায় অন্তত ৬০টি দোকান। আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত চাঁদনী চকে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। মোগল স্থাপনা সমৃদ্ধ চাঁদনি চক বাজার তিনশ’ বছর আগে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

Exit mobile version