Site icon Jamuna Television

১০ টাকার হিসাবধারীরাও পাচ্ছেন ২৫ হাজার টাকার ঋণের গ্যারান্টি

পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ১০ টাকার হিসাবধারীরা ২৫ হাজার টাকার ঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে নীতিমালায় পরিবর্তন করা হয়।

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে সার্কুলার জারি করে এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হয়। দশ, পঞ্চাশ ও একশ টাকার হিসাবধারী ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিংসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০ কোটি টাকার তাহবিল থেকে এ সুবিধা পাচ্ছেন উদ্যোক্তারা।

আগে এই সুবিধা পাওয়া যেত ৩ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে। এখন তা ২৫ হাজার টাকা বা এর থেকে বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে, ব্যাংক নিজস্ব উৎস হতে গ্যারান্টি ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং ঋণপ্রাপ্তি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/এডব্লিউ

Exit mobile version