Site icon Jamuna Television

মোদির নিরাপত্তা বলয় লঙ্ঘনের অভিযোগে বিতর্ক গড়ালো সুপ্রিম কোর্টে

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিতর্ক এবার গড়ালো সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে প্রবীণ আইনজীবী মনিন্দর সিং জনস্বার্থে মামলাটি করেন।

নিরাপত্তা গাফিলতি নিয়ে পাঞ্জাব সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে আবেদনে উল্লেখ করেন মনিন্দর সিং। এর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করার আবেদন জানানো হয়। আগামী শুক্রবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি এনভি রামান্নার বেঞ্চে হবে শুনানি।

গত বুধবার (৫ জানুয়ারি) পাঞ্জাবে একটি কর্মসূচি ছিল নরেন্দ্র মোদির। স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মোদির গাড়িবহর একটি ফ্লাইওভারে পৌঁছালে কৃষক আন্দোলনের বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। বাধা পেয়ে গাড়িবহর ঘুরিয়ে তিনি বাতিন্দা বিমানবন্দরে ফিরে আসেন তিনি। নিরাপত্তায় গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতৃত্বধীন চরণজিৎ চন্নী সরকারের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আন্দোলনের মুখে ফ্লাইওভারে ২০ মিনিট আটকা মোদি!

Exit mobile version