Site icon Jamuna Television

পাবলিক বাসে চড়ে ঢাকায় ফিরছেন মতিয়া চৌধুরী

বাসে চড়ে মতিয়া চৌধুরীর ঢাকায় ফেরার এই ছবিটি নকলা পৌরশহর থেকে তোলা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন ধর্মীয় নেতাদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে পাবলিক বাসে চড়ে ঢাকায় ফিরছেন বেগম মতিয়া চৌধুরী।

নকলা পৌরশহরে দেখা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তিনি পাবলিক বাসে চড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

সাবেক এই মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। বর্তমান এই সংসদ সদস্য কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানও। বামপন্থী রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন।

এমএন/

Exit mobile version