Site icon Jamuna Television

বিসিএল খেলতে দেশে ফিরলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে ভার্সন খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে তিনি খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে।

দলের সাথে কবে যোগ দেবেন সাকিব, তা এখনো চূড়ান্ত হয়নি। ৯,১১ ও ১৩ জানুয়ারি সিলেটের দুটি মাঠে হবে ম্যাচগুলো। তবে প্রথম ম্যাচে সাকিবের সার্ভিস পাওয়া যাবে কিনা, তা জানা যাবে দ্রুতই। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আসরটির ওয়ানডে ভার্সনের ফাইনাল।

আরও পড়ুন: ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

বিসিএলের পর ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। সেখানে বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। সিঙ্গেল লিগ পদ্ধতিতে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সিলেটে।

আরও পড়ুন: বিপিএলে দল না পেয়ে আশরাফুলের আক্ষেপ, ফিরতে চান জাতীয় দলে

Exit mobile version